জানা-অজানা

১টি মুরগীর দাম দেড় কোটি বলিভার!

এর আগে শোনা যেত জিম্বাবুয়ে-ইন্দোনেশিয়ায় বস্তা ভর্তি নোট নিয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরতে হতো। এবার সেই একই ঘটনা ঘটেছে ভেনিজুয়েলায়। সেখানে খাদ্য সামগ্রী কিনতে গুনতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা। শুনে অবাক হবেন আড়াই কেজি ওজনের একটি মুরগির দাম এখন ১ কোটি ৪৬ লাখ বলিভার। যা মার্কিন ডলারে ২ দশমিন ২২ মার্কিন ডলার। 

 

গত জুলাই মাসে মূদ্রাস্ফীতির হার ছিল ৮২ হাজার ৭শ শতাংশ। ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাইবোতে অ্যালিসিয়া রামিরেজ নামে ৩৮ বছরের এক মহিলা সবজি কিনতে এসেছিলেন। তখন তিনি সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, ‘আমি সবজি কিনতে এসেছিলাম, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি, কারণ আমি এই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে চাই না। লোকজন যেন উন্মাদ হয়ে গেছে। ভেনেজুয়েলায় এখন এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের দাম ৩৫ লাখ বলিভার।’

গতকাল সোমবার ভেনেজুয়েলায় সরকারি ছুটির দিন বলে ঘোষণা করা হয়েছিল। ইন্টারনেট ব্যাংকিং কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর সরকার নতুন কিছু নোট বাজারে ছাড়ে। এক কিলোগ্রাম পনিরের দাম এখন ৭৫ লাখ বলিভার।