ঘরকন্যা

কাপড়ে চুইং গাম লাগলে করনীয়

কাপড়ে চুইং গাম লাগলে বাধে বিপত্তি। কোন কিছুতেই যেন চুইং গাম এর আঠা ছাড়াতে চায় না। অনেক সময় না জানার কারনে বাদই দিতে হয় সেই কাপড়। তবে জানা থাকলে মাত্র কয়েক মিনিটেই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। বিডি সংসার বরাবর নতুন নতুন এক্সক্লুসিভ সব টিপস নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। আজও তেমন একটি টিপস দিচ্ছি আপনাদের। সাথে থাকছে স্পেশাল একটি টিপস। 

যে কাপড়ে চুইং গাম লেগেছে সেই কাপড় থেকে চুইং গাম ছাড়াতে হলে ্‌ প্রথমে সেই কাপড় ১-২ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ঠান্ডা হলে চুইং গাম শক্ত হয়ে যাবে। তখন দেখবেন টান দেওয়ার সাথেই সহজে আলাদা হয়ে গেছে। আর যাদের ফ্রিজ নেই তারা বরফ দিয়ে চুইং গাম এর উপর ঘসবেন শক্ত না হওয়া পর্যন্ত। আসা করি এই পদ্ধতি আপনাদের কাজে লাগবে। 

স্পেশাল টিপসঃ চুলে চুইং গাম লাগলে করনীয়

চুলে চুইং গাম লাগলেও বরফের সাহায্যে সহজে ছাড়াতে পারবেন। অনেকে চুইং গাম লাগানো কারনে চুল পর্যন্ত কেটে ফেলেন। কিন্তু এক টুকরো বরফ চুলের যেখানে গাম লেগেছে সেখানে ঘষুন। দেখবেন ম্যাজিকের মতন কাজ করেছে। 

আরও নতুন নতুন সব পোস্ট পেতে নিয়মিত ভিজিট করুন বিডি সংসার।