বিনোদন

দিদি নম্বর ওয়ানের জন্মদিনে উইস করেছেন তো!

জানেন তো নায়িকাদের বয়স কত তা জিজ্ঞেস করতে হয় না? তবুও গত ২ তারিখ আরও এক বছর বেড়ে গেলো জনপ্রিয় নায়িকা ও হোস্ট রচনা  রচনা বন্দ্যোপাধ্যায় এর। বয়স বাড়লেও তা যে নিতান্তই সংখ্যা তা বার বার প্রনাম করেছেন এই শিল্পী। 

বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলুগু— ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন রচনা। অনেক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নম্বর ওয়ান উপস্থাপনা করে আসছেন তিনি। বাংলার ঘরে ঘরে দারুন জনপ্রিয় এই সিরিয়াল। বহু প্রতিযোগী স্বীকার করেছেন, শুধুমাত্র রচনার জন্যই তাঁরা ওই শো-এ অংশগ্রহণ করেন।

যদিও অনেক দিন ধরেই সিনেমায় অভিনয় করছেন না রচনা। টিভি শো নিয়েই আছেন প্রচন্ড ব্যস্ত। তবে ভাল চিত্রনাট্যের অফার পেলে ফের সিনেমায় অভিনয় করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।