ঘরকন্যা

ওভেনের পুরনো ময়লা দূর করবেন যেভাবে

স্বাগতম বিডি সংসার এর টিপস সেকশনে। আপনারা জানেন দৈনন্দিন জীবনের কাজ সহজ করে দেয় এমন দারুন সব টিপস নিয়ে আমাদের এই সেগমেন্ট। আজ আপনাদের সাথে নতুন একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। দ্রুত খাব্র রান্না বা গরম করতে ওভেনের কোন জুড়ি নেই। ব্যাচেলর লাইফেও দারুন কাজে আসে এই যন্ত্রটি। তবে নিয়মিত পরিস্কার না করলে ময়লা জমে শক্ত হয়ে বসে যায় ভিতরে। এই ময়লা পরিস্কার করা অনেক কষ্টের হয়ে ওঠে তখন। আবার খাবার রান্না করার কাজে ব্যবহার করা হয় বলে ক্যামিকেল ক্লিনার ব্যবহার করাও উচিৎ নয়। আসুন তাহলে দেখে নেই জমে থাকা ময়লা কিভাবে পরিস্কার করবেন। 

ওভেনে জমে থাকা ময়লা কী করে পরিষ্কার করবেন? 

একটি মাইক্রো ওয়েভ প্রুফ বাটি নিন, তাতে দিয়ে দিন ২ কাপ পানি ও ২ টেবিল চামচ ভিনেগার, এই বাটি ৫-১০ মিনিট ওভেনে দিয়ে গরম হতে দিন, এই মিশ্রন বাষ্পায়িত হয়ে ওভেনের ভিতরের ময়লাকে নরম করে তুলবে। এবার ওভেন বন্ধ করে প্লাগ খুলে নিন। ওভেনের ভিতরে তাপ সহনীয় হয়ে গেলে, সাবান পানি দিয়ে স্পঞ্জ ভিজিয়ে মুছে নিন, দেখবেন সহজেই ময়লা উঠে আসছে। আর ওভেনও হয়ে গেছে নতুনের মতন পরিস্কার।