স্বাস্থ্য

দুবাইতে বিক্রি হচ্ছে উকুন! প্রতিটি উকুনের মূল্য...

এতদিন মাথার উকুন তাড়ানোর জন্য পয়সা খরজ করেছেন এমন মানুষদের জন্য এই সংবাদ আসলেই আফসোসের। কারণটা বলছি, দুবাইতে ধুমছে বিক্রি হচ্ছে উকুন। তাই এক দুই টাকা নয়, এক একটা উকুন পুরো তিন শত টাকা!

এবার আসল ঘটনায় আসি। সম্প্রতি এক গবেষনায় দেখা গেছে, মাথার উকুন চুল ও শরীরের জন্য ভালো। ডাক্তাররা বলছেন উকুন থাকলে চুল পড়ার সম্ভাবনা কম থাক, চুল থাকে মজবুত। এই খবরের কারনেই দুবাইতে উকুনের কদর বেড়েছে। আর তাই নারীরাও মাথার উকুনের যত্ন নয়া শুরু করেছেন।

এক খবরে জানা যায়, উকুনের চাহিদা বাড়ায় দুবাইয়ের সেলুন গুলো উকুন বিক্রির কাজ শুরু করেছেন। তাই যাদের মাথায় উকুন আছে তারা বিক্রি করছেন অন্য নারীদের কাছে।

তবে উকুন বিক্রির এই ঘটনায় ক্ষেপেছেন দুবাইয়ের হেলথ কন্ট্রোল্ল সেকশন। তারা বলছেন উকুন বিক্রির সিদ্ধান্ত অন্যায়। যে এই কাজ করবেন তার জরিমানাও হতে পারে।