লাইফস্টাইল

চুল পড়া কমছে না, সমাধান আছে হাতের কাছেই

চুল পড়া একবার শুরু হলে আর যেন থামতেই চায় না। পড়তেই থাকে। অনেক সময় চুলের গোড়া দূর্বল হয়ে গেলে চুল আচড়ালেও চুল পড়তে থাকে। কম বেশি সবাই এই সমস্যার সম্মুখিন হতে হয়। আজ এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে। আসুন দেখে নেই কিভাবে কমাবেন হেয়ারফল। 

যা যা লাগবে – মে‌হে‌দিপাতা, নিম পাতা, সরিষার তেল, মেথি(১০ টাকার), শুকনো আমলকি(১০টাকার)

কার্যপদ্ধ‌তি: মেহেদি পাতা ও নিম পাতা ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। তেল হাল্কা গরম করে তাতে পাতা গুলো দিয়ে ঢেকে রাখুন।চুলার জাল কমিয়ে বন্ধ করে দিন। ১৫-২০ মিনিট পর খুলে দেখবেন পাতা গুলো সেদ্ধ হয়ে গেছে। কাপড়ে পেচিয়ে চিপে নিন। ব্যাস তারপর বোতল এ ভরে নিন আর তাতে আমল‌কি আর মেথি গুলো ভরে রেখে দিন।

এই প্যাক সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন, টাকা ২ সপ্তাহ ব্যবহার করলে ফলাফল দেখতে পারবেন।