ডেস্ক ২৪ ডিসেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৪ ০
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌতম দে মারা গেছে। ৬৫ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ ২৪ ডিসেম্বর সকাল ৭টাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সূত্রে এ তথ্য জানা যায়।
গৌতম দে রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। দীর্ঘ দিন থিয়েটারে অভিনয়ের সাথে যুক্ত থাকলেও অভিনয় করেছেন সিরিয়ালে। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও। ‘জন্মভূমি’, ‘তিথির অতিথি’, ‘ধ্যাত্ তেরিকা’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’ এবং আরও অনেক সিরিয়ালে। সম্প্রতি দু’টি জনপ্রিয় টেলি সিরিয়াল— ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও তাঁকে দেখা গিয়েছে। জি বাংলার স্ত্রী সিরিয়ালেও অসাধারণ অভিনয় করেছিলেন এই অভিনেতা।