রান্না-রেসিপি

জলপাইয়ের মিষ্টি আচার

স্বাগতম বিডি সংসার এর রেসিপি সেকশনে, আজ আপনাদের সাথে জলপাই এর একটি সহজ আচার রেসিপি সেয়ার করবো। জলপাই দিয়ে মিস্টি আচার তৈরি করার প্রনালী দেখে নিন। 

উপকরণ :

  • জলপাই ৫০০ গ্রাম,
  • গুড় পরিমাণ মতো,
  • পাঁচফোড়ন আধা চা চামচ এবং
  • পানি পরিমাণ মতো,
  • সরিষার তেল ১ চা চামচ।

প্রণালি : প্রথমে জলপাই ভালো করে ধুয়ে নিন। এবার পরিমান মতন পানি দিয়ে জলপাই সিদ্ধ করে নিন। এবার ফ্রাই প্যানে তেল গরম করে তাতে ৫ ফোড়ন দিয়ে দিন। এতে সামান্য পরিমান গুড় দিয়ে দিন। মিশ্রন ঘন হলে সেদ্ধ করা জলপাই দিয়ে নাড়তে তাহকুন। আচার ঘন হয়ে এলে নামিয়ে বোয়েমে ভরে নিন। ২-৩ দিন রোদে দিয়ে সংরক্ষন করুন।