ঘরকন্যা

বাসায় তৈরি করে ফেলুন হারবাল নিম সাবান

বাসায় তৈরি করা যায় সাবান! এও কি সম্ভব? হা সম্ভব। একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে কিছুদিন আগে এই সাবান তৈরি করার প্রনালী শেয়ার করেছেন একজন মেম্বার। বিডি সংসার এর পাঠকদের জন্য সেই সাবান তৈরি করার প্রনালী তুলে ধরলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। 

ব্রণ, ত্বকের রেশ দূর করে এই সাবান আপনার রাখবে সুন্দর।

উপকরণ - 

  • পেয়ার্স সাবান (অন্য সাবানেও হবে তবে এটি নরম তাই এটি নির্বাচন করা হয়েছে এটার পরিবর্তে কসকো সাবানও ব্যবহার করতে পারেন)
  • নিমপাতা বাটা
  • গোলাপ জল
  • ভিটামিন E ক্যাপসুল 

যেভাবে তৈরি করবেন সাবান - 

প্রথমে পেয়ার্স সাবান কুচিকুচি করে কেটে নিন। চাইলে অন্য গ্লিসারিন সাবান ব্যবহার করতে পারেন। এবারে একটি হাড়িতে পানি নিয়ে চুলায় গরম করে নিন। 

এই পানি উপর একটি স্টিলের বাটিতে কুচি করা সাবানের টুকরা দিয়ে দিন। কিছু সময় নাড়াচাড়া করলে দেখবেন সাবান গলে গিয়েছে। 

এবার এতে দিয়ে দিন গোলাপজল, নিমপাতা বাটা ও ভিটামিন ই ক্যাপসুল। পুরো সাবান নিলে ৪টা, অর্ধেক সাবান নিলে ২টা ই ক্যাপসুল নেবেন। 

২-৩ মিনিট নেড়ে নিন। এবার সাবানের সাইজের একটি বাটিতে মিশ্রণ ঢেলে নিন। 

একটু ঠান্ডা হলে ৩০ মিনিটের জন্য ফ্রিজের নরমালে রেখ দিতে হবে। ফ্রিজ না থাকলে বাইরেই ২ ঘন্টার জন্য। জমে গেলে দেখবেন তৈরি আপনার হোমমেড সাবান।