ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ আপডেট ৯ মাস আগে

জনপ্রিয়

খাসির মাংসের গায়ের লেগে থাকা পশম পরিস্কার করার সহজ পদ্ধতি

ডেস্ক ১৬ জানুয়ারী ২০১৯ ১২:০০ ঘটিকা ৩১০

স্বাগতম বিডি সংসার এর 20 সেকশনে। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে দেয় এমন দারুন সব টিপস নিয়ে বিডিসংসার এর এই 20 সেকশনের আয়োজন। এর আগেও 20 সেকশনে নানা রকম উপকারী টিপস সেয়ার করা হয়েছে। সেই সুবাদেই আজও একটি দারুন টিপস নিয়ে হাজির হয়েছি আমরা। 

বাজার থেকে খাসির মাংস কিনে আনলে দেখা যায় এর ভিতর অনেক পশম থাকে। একটা একটা করে বেছে ফেলা এটা বেশ কস্টকর কাজ। আর সময় নিয়ে করলেও অনেক সময় ২-১টা পশম থেকেই যায়। তবে এই সমস্যার একটি সমাধান রয়েছে। সেই সমাধান নিয়েই আজ আমরা হাজির হয়েছি। 

এই সমস্যার সহজ একটি সমাধান হচ্ছে মাংস গুলো শুকনা আটা মাখিয়ে দিন, ৩০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। দেখবেন পশম একটাও নেই। 

আবার অনেকে লবন হলুদ মাখিয়ে তারপর আটা মাখিয়ে পরিস্কার করে থাকেন। এই পদ্ধতিতে কাজ করলে একদম কম কস্টে সকল পশম দূর করতে সক্ষম হবেন। 

তাহলে আর দেরি কেন, বাড়িতে ট্রাই করে দেখুন। কেমন ফলাফল পান তা আমাদের সাথে সেয়ার করতে ভুলবেন না। 

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »