ডেস্ক ১৭ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৭২ ০
ইঁদুর একটি খুব নোংরা প্রানী। ঘরে ইঁদুর থাকলে যন্ত্রনার শেষ থাকে না। বিশেষ করে রান্নাঘরে তো যাওয়ার কথা মনে হলেই তো ঘেন্না করে। ইঁদুর একেবারে নির্মূল করা না পর্যন্ত এই যন্ত্রনা থামে না। আজ আপনাদের সেখাবো কিভাবে চিরতরে মুক্তি পাবেন ইদুরের উপদ্রব থেকে
গোল মরিচের ব্যবহার :
গোলমরিচের গন্ধ ইঁদুর একদম সহ্য করতে পারে না। গোল মরিচের গন্ধ অনেকটা ঝাঁঝালো, অর্থায় ঝাঁঝ পূর্ন, ইদুরের ফুস্ফুসে গেলে ইঁদুর শ্বাস নিতে পারে না। আর একারনেই খুব সহজে মারা পড়ে। যে সকল স্থানে ইঁদুর বেশি উপদ্রব করে সেই সব যথানে গোলমরিচ গুড়ো করে ছড়িয়ে দিন। দেখবেন কয়েক দিনের ভিতরে ইদুরের বংশ নির্বংশ হবে।