ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ আপডেট ১৩ দিন আগে

রিমুভার ছাড়াই নেইল পলিশ তোলার উপায়

ডেস্ক ০৯ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩

নখের সাজে নেইল পালিশের কোন বিকল্প নেই। নারীরা রঙ বেরঙ্গে তাদের নখ ডিজাইন করেন। তবে নেইল পালিশ উঠানোর সময় রিমুভার না থাকলে বেশ ঝামেলা পোহাতে হয়। তবে বাসায় রিমুভার না থাকলেও নেইল পলিশ উঠানোর কিছু উপায় রয়েছে। জনপ্রিয় ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন এই উপায় গুলো। 

টুথপেস্ট - একটি পুরানো টুথ ব্রাশে পেস্ট লাগিয়ে নখে ঘষতে থাকুন। পেস্টের ভেতর রয়েছে ইথাইল আসিটেট। যা নেইল পলিশ রুমুভার হিসেবে কাজ করে। 

ডিওডরেন্ট - রিমুভার হিসেবে সব থেকে ভালো বিকল্প হচ্ছে ডিওডরেন্ট। নখর উপর স্প্রে করে তুলা দিয়ে ঘষে উঠিয়ে নিন। একটু সময় নিয়ে ঘষলে উঠে যাবে নেইল পলিশ। 

স্যানিটাইজার লিকুইড - রিমুভারের চেয়ে যেকোন স্যানিটাইজার ভালো কাজ করে। এটি দ্রুত নেইল পলিশ তুলে ফেলতে সাহায্য করেন। তুলা দিয়ে স্যানিটাইজারে ভিজিয়ে নখের উপরে ঘষুন, একটু পর দেখবেন নেইল পালিশ উঠে গেছে। 

সুগন্ধি - ডিওডরেন্টের মতো বডি স্প্রেও রিমুভারের মতন কাজ করবে। টিস্যু পেপারে সামান্য স্প্রে করে নখের ওপর ঘষুন দেখবেন নেইল পালিশ উঠে গেছে। 

হেয়ারস্প্রে - হেয়ারস্প্রেও রিমুভারের মতো কাজ করে। তাই তুলার সঙ্গে মিশিয়ে নখে লাগিয়ে ঘষুন। খুব দ্রুত কাজ করবে।

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »