ডেস্ক ০৮ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১১৩ ০
স্বাগতম বিডি সংসার এর রেসিপি সেকশনে। বিডি সংসার এ এর আগে অনেক গুলো পিঠার রেসিপি দেওয়া হয়েছে। রুপচর্চা ও রান্নাবান্না গ্রুপে অনেকেই গোলাপ পিঠা এর রেসিপি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আজ তাদের জন্য নিয়ে এসেছি গোলাপ পিঠা এর রেসিপি। আসুন দেখে নেই কিভাবে তৈরি করবেন গোলাপ পিঠা।
উপকরণ : দুধ ২ কাপ, ময়দা ৩ কাপ, চিনি ৪ টেবিল চামচ, লবণ সামান্য, ঘি ২ টেবিল চামচ।
সিরার উপকরণ : চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, দারুচিনি ২ টুকরা। সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করতে হবে।
প্রণালি : দুধ গরম হলে চিনি, লবণ, ময়দা দিয়ে কাই করে নিতে হবে। পরে ঠাণ্ডা হলে অল্প অল্প করে ঘি দিয়ে ভালো করে মথে রুটি বেলে দুই ইঞ্চি ব্যাসে গোল গোল করে কেটে গোলাপ তৈরি করতে হবে। গরম ডুবোতেলে বাদামি রং করে ভেজে সিরায় ছাড়তে হবে।