ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

শীতে খুশকি বাড়ছে? দেখুন সমাধান

ডেস্ক ১৭ নভেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৮৯

স্বাগতম বিডি সংসার এর 17 সেকশনে। আপনারা জানেন বিডি সংসার 17 সেকশনে নানা রকম 17ের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে। আজ খুশকি নিয়ে একটি সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

এসে গেছে শীত। যাদের মাথার ত্বক শুষ্ক, শীত এলে তাদের খুশকির সমস্যা আরো বেড়ে যায়। তাই তাদের মাথার ত্বকে চাই বাড়তি যত্ন। আসুন তাহলে দেখে নেই কিভাবে এই খুশকির সমস্যার সমাধান করবেন। এই প্যাক তৈরি করতে হলে দরকার হবে কলার। 

কিভাবে তৈরি করবেন কলার প্যাক - প্রথমে একটি পাকা কলা নিয়ে নিন, এই কলা ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে চটকে নিন। এবার এই কলার মিশ্রনে ১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন নারিকেল তেল মিশিয়ে নিন। ১টেবিল চাচমচ অলিভ অয়েল দিয়ে দিন। এবার তাতে দিয়ে দিন ১ টেবিল চামচ মধু ও আধা টেবিল চামচ লেবুর রস। এবার ভালো করে এই মিশ্রন মিশিয়ে নিন। মিশ্রনে যেন দলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

ব্যানানা হেয়ার প্যাক ব্যবহার করার প্রনালী - 

  • প্রথমে চিরুনি দিয়ে চুল আচরে নিন।
  • এবার চুল কয়েক ভাগে ভাগ করে নিয়ে এই হেয়ার প্যাকটি লাগিয়ে নিন
  • চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। 
  • ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। 
  • প্রতি সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। 

কলার হেয়ার প্যাক ব্যবহার করার উপকারিতা- 

  • খুশকি দুর করতে এই প্যাক ভালো কাজ করে।
  • এই প্যাক চুল বৃদ্ধি করতে সাহায্য করে
  • চুল পরা কমায়
  • চুল ঝলমলে করে 
  • চুলের আগা ফাটা কমাতে সাহায্য করবে। 

আপনার জন্য নির্বাচিত »

স্বাস্থ্য থেকে আরও খবর »