ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

মেহেদীর রং গাঢ় করার উপায়

ডেস্ক ২২ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৮৮

আগে এক সময় ছিলো যখন চাঁদ রাতকে বলা হতো মেহেদী রাত। ঈদের আগের রাতে চলতো মেহেদী লাগানোর ধুম। গাছ থেকে পাতা পেড়ে পাটায় বেটে তৈরি করা হতো মেহেদী। তবে এখন এতো কষ্ট করতে হয় না। পাওয়া যায় টিউব মেহেদী। আর ইন্টারনেটের বদৌলতে নিমিশেই পাওয়া যায় নানা রকম ডিজাইন। তবে সব প্রস্তুতি মলিন হয়ে যায় যদি আপনার মেহেদীর রং গাঢ় না হয়। সামনে ঈদ তাই বিডি সংসার এর আজকের আয়োজনে থাকছে মেহেদীর রং গাঢ় করার কিছু কার্যকরী টিপস।

অনেক সময় মেহেদী লাগিয়ে রাখা 
মেহেদীর রং গাঢ় করার সব থেকে সহজ ও কার্যকরী পদ্ধতি এটা। মনে রাখতে হবে মেহেদীর রং গাঢ় করতে হলে কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা মেহেদী হাতে রাখতে হবে। তবে ১২ ঘন্টা হলে সব থেকে ভালো হয়। রাতে ঘুমানোর আগে মেহেদী লাগিয়ে সকালে উঠিয়ে ফেলতে পারেন। যত সময় হাতে রাখবেন রং তত গাঢ় হবে।

চিনি লেবুর মিশ্রণ
প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে চিনি দিয়ে জ্বাল দিন। চিনি গলে গেলে নামিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিন। মেহেদী দেওয়ার পর শুকিয়ে আসলে এই মিশ্রণ মেহেদীর উপরে লাগান। একই ভাবে ২-৩ বার করতে পারেন। দেখবেন মেহেদীর রং গাঢ় হয়েছে।

সরিষার তেল 
মেহেদী শুকিয়ে যাওয়ার পর মেহেদী উঠানোর পর হাতে সরিষার তেল নিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন। এই তেল হাত গরম করে মাহেদীর রং গাঢ় ও স্থায়ী করতে সাহায্য করবে।

মেহেদী দীর্ঘস্থায়ী করতে কিছু টিপস -

- মেহেদী তোলার সাথে সাথে হাত ধুয়ে না ফেলে, ৩০ মিনিট অপেক্ষা করুন। 
- মেহেদী দেওয়া হাত সাবান দিয়ে ধোয়া থেকে বিরত থাকুন। 
- মেহেদী দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না 
- লেবু ও চিনির মিশ্রণ এর অতিরিক্ত ব্যবহার করবেন না।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »