ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

সোনার গহনা নতুনের মতন চকচকে করার উপায়

ডেস্ক ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৩

সোনার গহনা আমাদের সকলের প্রিয়। তবে নিত্য দিনের ব্যবহার বা অনেক দিন ফেলে রাখলে সোনার গহনার রং কালচে হয়ে যায়। তখন আর কোন অনুষ্ঠানে সেটা পরে যাওয়ার মতন অবস্থায় থাকে না। তবে আপনি চাইলেই এই গহনা আবার নতুনের মতন চকচকে করে তুলতে পারবেন। বিডি সংসার এর পাঠকদের জন্য আজ থাকছে এই টিপস। দেখে নিন সোনার গহনা পরিস্কার করার সঠিক পদ্ধতি। সোনার আংটি, ব্রেসলেট, নেকলেস এবং অন্য জুয়েলারীগুলো পরিষ্কার করতে নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন।

একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে নিন। তাতে কিছুটা তরল ডিটারজেন্ট নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর পর গহনা গুলো এই মিশ্রনে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। ১৫ মিনিট পর একটি নরম টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে ময়লা পরিস্কার করুন। পসিকার করা হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে উঠিয়ে নিন। এরপর একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। ব্যাস দেখুন আপনার গহনার রং আগের থেকে কত ভালো হয়েছে। 

এছাড়া সোনার গহনা অনেকদিন ব্যবহারে উজ্জ্বলতা হারালে গহনার দোকানে গিয়ে আবার পলিশ করিয়ে আনলে, গহনা তার আগের উজ্জ্বলতা ফিরে পায়।

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »