ডেস্ক ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৩ ০
সোনার গহনা আমাদের সকলের প্রিয়। তবে নিত্য দিনের ব্যবহার বা অনেক দিন ফেলে রাখলে সোনার গহনার রং কালচে হয়ে যায়। তখন আর কোন অনুষ্ঠানে সেটা পরে যাওয়ার মতন অবস্থায় থাকে না। তবে আপনি চাইলেই এই গহনা আবার নতুনের মতন চকচকে করে তুলতে পারবেন। বিডি সংসার এর পাঠকদের জন্য আজ থাকছে এই টিপস। দেখে নিন সোনার গহনা পরিস্কার করার সঠিক পদ্ধতি। সোনার আংটি, ব্রেসলেট, নেকলেস এবং অন্য জুয়েলারীগুলো পরিষ্কার করতে নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন।
এছাড়া সোনার গহনা অনেকদিন ব্যবহারে উজ্জ্বলতা হারালে গহনার দোকানে গিয়ে আবার পলিশ করিয়ে আনলে, গহনা তার আগের উজ্জ্বলতা ফিরে পায়।