ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

স্টেপ বাই স্টেপ টিউলিপ সালোয়ার কাটিং ও সেলাই পদ্ধতি

ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৪২

স্বাগতম বিডি সংসার এর 21 সেকশনে। বিডি সংসার নিয়মিত 21 নিয়ে নানা রকম পোস্ট করে আসছে। আজও নতুন একটি ড্রেস কাটিং এর পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা সবাই টিউলিপ সালোয়ার সেলাই করার পদ্ধতি সেখাবো। আপনারা সবাই চেনে টিউলিপ সালোয়ার এখন বেশ ট্রেন্ড। আসুন দেখে নেই স্টেপ বাই স্টেপ টিউলিপ সালোয়ার কাটিং এর পদ্ধতি। 

নিচে ছবি দিয়ে স্টেপ বাই স্টেপ কাটিং দেখানো হলো। 

step-1
স্টেপ ১ ও স্টেপ ২

স্টেপ ১ঃ ছবির মতন প্রথমে সামনের ও পিছনের কাপড় কেটে নিন। ছবিতে দেখুন মাপ গুলো দেওয়া আছে। 

স্টেপ ২ঃ তার পর সামনের পার্ট এর মাঝ বরাবর কেটে ২টি অংশ তৈরি হবে। একটি হবে A আরেকটি B। এবার পিছনের পার্টের এপাশের সাথ A ও B পার্ট জয়েন্ট করতে হবে। 

এবার পরের ধাপ দেখুন ছবিতে... 

step-2
ছবিতে স্টেপ ৩ ও স্টেপ ৪

স্টেপ ৩ঃ এবার ছবির মতন করে পরের ধাপ গুলো কেটে ফেলুন। 

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »