ডেস্ক ০৩ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৫ ০
স্বাগতম বিডি সংসার এর টিপস সেকশনে। বিডি সংসার দৈনন্দিন নানা সমস্যার সমাধান দিয়ে থাকে। আজও তেমন একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি । আসা করি আপনাদের কাজে আসবে। আসুন দেখে নেই তাহলে।
ফ্রিজে খাবার রাখলে অনেক সময় না ঢেকে রাখা হয়। তাই পুরো ফ্রিজে কটু গন্ধ ছড়িয়ে পরে, বার বার ফ্রিজ পরিষ্কার করার পরেও এই গন্ধ যেতে চায় না। আজ সেই সমস্যার স্মাধান দেখাবো আপনাদের।
ফ্রিজে সব সময় খাব্র ঢেকে রাখুন। সম্ভব হয়ে এয়ারটাইট বক্স ব্যবহার করুন। আর ফ্রিজে যদি গন্ধ হয়েই যায় তাহলে খোলা বাটিতে বেকিং সোডা নিয়ে ফ্রিজের সেলফে রেখে দিন ৫ থেকে ৬ ঘণ্টা। দূর হবে দুর্গন্ধ। একটি বাটিতে কফির গুঁড়া রেখে দিলেও পরিত্রাণ পাবেন ফ্রিজের দুর্গন্ধ থেকে। লেবু টুকরো করে ফ্রিজের বিভিন্ন সেলফে রেখে দিন। কয়েকদিন বদলে বদলে রাখুন লেবুর টুকরা। দুর্গন্ধ দূর তো হবেই, পাশাপাশি ফ্রিজ খুললেই চমৎকার লেবুর সুগন্ধ ভালো করে দেবে মন। ১/৪ কাপ সাদা ভিনেগারের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে একটি খোলা বাটিতে রাখুন ফ্রিজে। কয়েকদিন এভাবে রেখে দিলে ধীরে ধীরে দূর হবে ফ্রিজের দুর্গন্ধ।