ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

ডাউনলোড করে নিন পহেলা বৈশাখের ছবি, SmS ১৪২৬, নববর্ষ ফটো পিকচার ছবি পিক Pic 1426

ডেস্ক ০৫ এপ্রিল ২০১৯ ০৩:১৮ ঘটিকা ২৯৪

দেখতে দেখতে আরও একটি বছর চলে গেলো। বছর ঘুরে আবার এসে গেছে শুভ নববর্ষ। বাংলা নববর্ষ হিসেবে সবাই কিছু না কিছু আয়োজন করেছে। তবে এই ডিজিটাল যুগে কোন আচার অনুষ্ঠান এলেই অনলাইনে কার্ড ও ছবি শেয়ারের ধুম পড়ে যায়। তাই প্রয়োজন হয় এই সব ছবি। বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নতুন পহেলা বৈশাখের ছবি, ফটো ও পিকচার নিয়ে হাজির হয়েছি বিডি সংসার এর পাতায়। ডাউনলোড করে নিন আপনার পছন্দের পিক, ফটো, ছবি।

শুভ নববর্ষ ১৪২৬ / পহেলা বৈশাখের ফটো পিকচার ছবি পিক Pic 1426 এর নতুন পিক ডাউনলোড

নববর্ষ উপলক্ষে নতুন নতুন সব পিকচার এর কালেকশন নিয়ে বিডি সংসার হাজির হয়েছে। যে সকল বিষয় নিয়ে এবারের আয়োজন থাকছে সেগুলো হচ্ছে... নববর্ষ, নববর্ষ ছবি ২০১৯, নববর্ষের শুভেচ্ছা বাণী, নববষ ছবি নতুন, পহেলা, পহেলা বৈশাখ ১৪২৬, পহেলা বৈশাখ ২০১৯, পহেলা বৈশাখ pic 1426, পহেলা বৈশাখ ছবি, পহেলা বৈশাখের কবিতা ১৪২৬, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ ১৪২৬, বাংলা নববর্ষের ছবি 1426, বাংলা নবর্বষের SMS, বাংলা শুভ নববর্ষ, বৈশাখ, বৈশাখ এর ছবি, বৈশাখি sms নতুন, বৈশাখি ছবি, বৈশাখী পিকচার নতুন, বৈশাখী ফটো, বৈশাখের নতুন ছবি, শুব নববর্ষ ছবি, শুভ নববর্ষ ১৪২৬, শুভ নববর্ষ ১৪২৬ ছবি, শুভ নববর্ষ ২০১৯, শুভ নববর্ষ pic শুভ নববর্ষ ছবি ২০১৬, শুভ নববর্ষ ছবি ১৪২৬, শুভ নববর্ষ পিক hd, শুভ নববর্ষের ছবি, শুভ নববষ ছবি।

পহেলা বৈশাখের ছবি/পিক

pohela-boisakh-1426

পহেলা বৈশাখ ১৪২৬, বাংলা নববর্ষ ১৪২৬, পহেলা বৈশাখ ২০১৯, বাংলা নববর্ষের ছবি, পহেলা বৈশাখের ছবি,

 

pohela-boishak-14

পহেলা বৈশাখ ১৪২৬, বাংলা নববর্ষ ১৪২৬, পহেলা বৈশাখ ২০১৯, বাংলা নববর্ষের ছবি, পহেলা বৈশাখের ছবি,

 

Shuvo-Noboborsho-Pohela-Boishakh-1426
শুভ নববর্ষ ১৪২৬

 

bengali-newyear-2019
বাংলা নববর্ষ ১৪২৬, পহেলা বৈশাখ ২০১৯

 

pohela-boisakh-picture-1426-free-download

1426 শুভ নববর্ষ পিক ডাউনলোড

suvo-noboborsho-picture-1426-free-download
শুভ নববর্ষ ১৪২৬ ফ্রি পিক, pic 1426
pohela-boisakh-pic-download
পহেলা বৈশাখের ছবি ডাউনলোড

suvo-noboborsho-1426

 

পহেলা বৈশাখ কি?

বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ। আর বৈশাখের প্রথম দিন অর্থাৎ ১ তারিখ হচ্ছে পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ। এই দিনটি বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটি বাংলাদেশ ও ভারতের কিছু অংশে বিশেষ উৎসবের আমেজে পালিত হয়ে থাকে। এটি একটি সর্বজনীন উতসব হিসেবেই পালন করা হয়ে থাকে। 

ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর এপ্রিল মাসের ১৪ তারিখ এই পহেলা বৈশাখ পালন করা হয়ে থাকে। এই দিনটি বাংলা একাডেমী বাংলা পঞ্জিকা অনুযায়ী নির্ধারন করে দিয়েছে। পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ ইংরেজি মাসের ১৪ অথবা ১৫ তারিখ পালন করে থাকে।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের ইতিহাস 

মুঘল শাসন আমলে সম্রাটরা সাধারনত হিজিরী পঞ্জিকা অনুযায়ী খাজনা আদায় করে থাকতেন। তাতে একটা সমস্যা দেখা দিতপ। হিজরি পঞ্জিকা চাদের উপর নির্ভরশীল হওয়ার কারনে তা কৃষি ফলনের সাথে মিলতো না। তাই এই সময় কৃষকরা ঠিক মত খাজনা দিতে পারতো না। তবুও তারা খাজনা দিতে বাধ্য হতো। খাজনা আদায় সুবিধাজনক করতে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। 

প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার পর  ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। আর এই গননা পদ্ধতি কার্যকর হয় ৫ই নভেম্বর, ১৫৫৬ থেকে। প্রথমে এর নাম ফসলি সন থাকলেও পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ হিসেবে পরিচিত হয়।  

আকবরের সময় থেকে পহেলা বৈশাখ পালন শুরু হয়। তখন নিয়ম ছিলো চৈত্র মাসের শেষ দিনের আগেই খাজনা পরিশোধ করার। আর বৈশাখ মাসের প্রথম দিন মিষ্টান্ন দিয়ে আপ্যায়নের মাধ্যমে এই দিন পালন করা হতো। আয়োজন করা হতো বিভিন্ন ধরনের উৎসবের। 

পহেলা বৈশাখ উদযাপন

পহেলা বৈশাখ উপলক্ষে সবাই সকাল সকাল উঠে নতুন জামাকাপড় পরে আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে যায়। বাড়িঘর সাজানো হয় সুন্দর সাজে। এই দিন উপলক্ষে থাকে বিশেষ খাবারের আয়োজন। অনেক যায়গায় অনুষ্ঠিত হয় বৈশাখ মেলা। মেলাতে থাকে নানা রকম পন্যের সমাহার। থাকে পিঠা পুলির আয়োজন। অনেকে এই দিন উপলক্ষে পান্তা ইলিশ বা ভর্তা ভাতের আয়োজন করে থাকেন। 

আয়োজন করা হয় নৌকা বাইচ, লাঠি খেলা বা কুস্তি। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় বউমেলা ও ঘোড়া মেলা। 

যে সকল কারনে আপনি এখানে - 

  • শুভ নববর্ষ ছবি
  • বৈশাখের ছবি
  • নববর্ষ ছবি
  • শুভ নববর্ষ
  • শুভ নববর্ষ ২০১৯
  • পহেলা বৈশাখ ১৪২৬
  • নববষ ছবি
  • বাংলা নববর্ষের ছবি
  • বৈশাখি sms
  • বৈশাখি ছবি
  • শুভ নববর্ষের ছবি
  • বাংলা নববর্ষ
  • নববর্ষের শুভেচ্ছা বাণী
  • শুভ নববর্ষ ১৪২৬
  • পহেলা বৈশাখ এর ছবি
  • বাংলা নববর্ষ ১৪২৬
  • শুভ নববর্ষ ১৪২৬
  • নববর্ষ
  • বৈশাখী পিকচার
  • বৈশাখ
  • বৈশাখী ফটো
  • শুভ নববর্ষ ১৪২৪ ছবি
  • শুভ নববষ ছবি
  • বৈশাখ ছবি
  • শুব নববর্ষ ছবি
  • শুভ নববর্ষ pic
  • শুভ নববর্ষ ছবি ২০১৯
  • পহেলা বৈশাখ ২০১৯
  • পহেলা বৈশাখ pic
  • শুভ নববর্ষ পিক

 

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »