ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

লেবুর স্বাদে কাঁচা আমের শরবত

ডেস্ক ১৯ এপ্রিল ২০১৮ ১২:০০ ঘটিকা ১৪৫

আজকের বিডি সংসার রেসিপি আয়োজনে রয়েছে লেবুর স্বাদে কাঁচা আমের জুস বিডি সংসার আপনাদের কে দেখাবে কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন লেবুর স্বাদে কাঁচা আমের জুস

যা যা লাগবে

• কাঁচা আম ২টি
• পানি ৪ গ্লাস
• বরফ কুঁচি ১ কাপ
• চিনি স্বাদমতো
• বিট লবণ স্বাদমতো
• জিরা গুড়া দেড় চা চামচ
• কঁচি লেবু পাতা ৩-৪টি
• কাঁচা মরিচ ১টি

প্রণালী

প্রথমেই কাঁচা আমগুলোকে একটি হাড়িতে পানি দিয়ে প্রায় আধা ঘন্টা (নরম হওয়া পর্যন্ত) সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো টেনে তুলে ফেলুন। এবার সেদ্ধ নরম আমগুলোকে আটি ছাড়িয়ে থেতো করে নিন। থেতো করা আমের সাথে চিনি, বিট লবণ, জিরা গুড়া, কাঁচা মরিচ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। একটি ব্লেন্ডার বা বড় পাত্রে থেতো করা আমের মিশ্রণের সাথে ৪ গ্লাস পানি ও লেবু পাতা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন বা মেশান। ব্লেন্ড করা শেষ হলে বরফ কুঁচি দিয়ে তৈরী করে ফেলুন “লেবুর স্বাদে কাঁচা আমের জুস”।

এবার গ্লাসে ঢেলে সুন্দর ডেকোরেশন করে পরিবেশন করুন সুস্বাদু ঠান্ডা “লেবুর স্বাদে কাঁচা আমের জুস”।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »