ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

দ্বিতীয় সংসারও ভেঙে গেল শ্রাবন্তীর

ডেস্ক ১৭ জানুয়ারী ২০১৯ ১২:০০ ঘটিকা ৮৪

কলকাতার সিনেমার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী। আবার এসেছেন আলোচনায়। শোনা যাচ্ছে বিয়ের প্রায় দেড় বছর পর আবারও তার সংসারে ভাঙনের অনেকদিন ধরেই কৃষ্ণ ভিরাজের সঙ্গে আলাদা থাকছিলেন এই অভিনেত্রী। এবার অফিসিয়ালি বিয়ে বিচ্ছেদ গেলো তাদের।

খবর আনন্দবাজারের। 

২০১৭ এর জুলাইয় মাসে বিয়েতে বসেন শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন এবং ইন্ডাস্ট্রির অনেকেই। তবে বিয়ের মাত্র দেড় বছর পরেই তাদের ছাড়াছাড়ি হয়ে গেলো। 

বিয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হয় স্বামী কৃষ্ণ এর সাথে। এক পর্যায়ে আলাদা থাকতেন দুজন। এবার যৌথ সম্মতিতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী এবং কৃষ্ণ। গত মঙ্গলবার সেই আবেদনে সিল মোহর পড়ে। 

শ্রাবন্তী আগেই জানিয়েছিলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত কারও একার নয়, দু’জনের যৌথ সিদ্ধান্ত। আপাতত ছেলে ঝিনুককে বড় করা এবং নিজের কাজ, এই দু’টিতেই মনোযোগ দিতে চান। কারও বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই।

উল্লেখ্য ২০০৩ সালে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সাথে। তাঁদের সন্তানই ঝিনুক।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »