ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

নারকেল কোড়ানোর সবচে সহজ উপায়

ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ৮৩

নারকেল কোরানো বেশ ঝামেলার কাজ। অনেকেই নারকেল ভাঙ্গার জন্য চুলায় রেখে গরম করে নেন। তাতে কালি লেগে একাকার অবস্থা হয়। তবে আজ একটি সহজ পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে। যার ফলে আপনি খুব সহজেই নারকেল আলাদা করে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেই কিভাবে করবেন। 

প্রথমে বড় সাইজের একটি নারিকেল নিন। নারকেল ভেঙ্গে পানি বের করে নিন। একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে নারকেল গুলো নৌকার মতন ভাসিয়ে দিন। খেয়াল রাখবেন নারকেল যেন ডুবে না যায়। তাহলে নারকেলের স্বাদ নষ্ট হয়ে যাবে। ১০ মিনিট ফুটন্ত পানির উপরে নারকেল রাখতে হবে। ১০ মিনিট পর পানি থেকে বের করে নিন। এবার দেখুন ম্যাজিক। একটি ছুরি দিয়ে সামান্য চাপ দিতেই দেখবেন নারকেল মালা থেকে উঠে আসছে। 

এবার পিলার দিয়ে নারকেলের শক্ত অংশ ছেলে নিন। তার পর চাইলে পছন্দের আকারে কেটে নিন। দেখেলেন তো কত সহজেই নারিকেল মালা থেকে নারিকেল আলাদা হয়ে গেল! আমাদের টিপস ভালো লাগলে এখুনি শেয়ার করে ওয়ালে রেখে দিন। 

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »